বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
“ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই” এই বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একথা বলেছেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে বিকেলে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল।
সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তদের আবেদনের মূল কপি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পেন্টাগনে ৯/১১-এর স্মরণসভায় দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিতে নিহত চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পদক দেওয়ার ঘোষণা করেছেন।
নেপালে সাম্প্রতিক আন্দোলন-বিক্ষোভে আদালতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আদালতের সরঞ্জামের "অপূরণীয় ক্ষতি" হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।
অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বয়কট করলো সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল।
ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিন শিক্ষক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
রাজনৈতিক সংকট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা দেশে ফিরেছেন।
আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেওয়া এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল।
নেপালে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালায় বলে খবরে জানা যাচ্ছে।
0 Comments