Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মাইলস্টোন দুর্ঘটনা: 'স্কুলে আসার কথা শুনলেই ও কেমন যেন করে'

 

মাইলস্টোনের ঘটনায় যারা সন্তান হারিয়েছেন, যারা আহত বা দগ্ধ হয়েছেন, যারা ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের শোক-আতঙ্ক কবে কাটবে বা আদৌ পুরোপুরি কাটবে কিনা সেই শঙ্কা রয়ে গেছে


"স্কুলের গেট পর্যন্ত গিয়েছিল আমার বাচ্চাটা। কিন্তু ওকে আর ভেতরে নিয়ে যেতে পারিনি। ওই দিনের পর থেকে স্কুলে আসার কথা শুনলেই ও কেমন যেন করে, ভয় পায় মনে হয়," এই কথাগুলো বলছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক।


কথা হচ্ছিল মাইলস্টোন স্কুলে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মার বাবা শাহ আলমের সঙ্গেও। নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের জন্য স্কুল কর্তৃপক্ষ শনিবার ডেকেছিল তাদের।


স্কুলে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি মি. আলম। স্কুল চত্বরে যেতেই প্রিয় সন্তানের নানা স্মৃতি ভেসে উঠেছিল তার চোখের সামনে।


"ডাকছিলো তো অনেকরেই, কিন্তু মাত্র নয়টা ফ্যামিলি আইছে," বলেন তিনি।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দুর্ঘটনার শোক এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে। কেউ হারিয়েছেন প্রিয় স্বজনকে, কেউ হারিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীকে, আবার অনেকে এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী।

Post a Comment

0 Comments