আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন তারেক রহমান, এই তথ্য জানিয়েছে তার দল বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 'সবকিছু ঠিক থাকলে' ২৫শে ডিসেম্বর তিনি ফিরবেন বলে জানান তিনি।
এর আগে গত অক্টোবরের শেষে বিএনপি জানিয়েছিল, তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে তারা আশা করছে। কিন্তু নভেম্বরে তিনি ফেরেননি।
নভেম্বরে শেষ দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি ও তার শারীরিক অবস্থার অবনতির পরও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
ওই সময় ফেসবুকে এক পোস্ট দিয়ে তারেক রহমান বলেছিলেন, মায়ের অসুস্থতার মধ্যেও তার দেশে ফেরার বিষয়ে 'সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়'।
কেন তিনি দেশে ফিরতে পরছিলেন না সে বিষয়ে তার বা তার দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি।
যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল হলে 'পরিস্থিতি যাই হোক' তিনি দেশে ফিরবেন- এমন আভাস দিয়েছিলেন বিএনপির নেতারা।
বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান।


0 Comments