বুধবার সারাদিন যা যা হলো
ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে দেশটির সরকারের উদ্দেশে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন।
বাংলাদেশের বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে ভারত এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ভারতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার ওয়াকিবহাল নয়।
সেপ্টেম্বরের ১০ তারিখ আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে বলে বাংলাদেশের নির্বাচন কমিশনের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
দেশের বাইরে থাকা প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
পিআর পদ্ধতিতে আসন্ন নির্বাচন করার জন্য মানুষকে ‘জোর’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সরকার সাধারণ নির্বাচন করার আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চাইলেও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারার কারণে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি, এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ।
ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি বা অতীতের তারিখে কার্যকর হবে এমন পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষ
ণা করেছে।
0 Comments