Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

গাজা সিটি দখলের প্রথম ধাপের অভিযান শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী

 

ইসরায়েলের অবরোধের কারণে গাজা শহরের লাখ লাখ ফিলিস্তিনি খাবারের জন্য সংগ্রাম করছেন।


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের "প্রাথমিক কার্যক্রম" শুরু করেছে এবং ইতোমধ্যে শহরের উপকণ্ঠের নিয়ন্ত্রণ নিয়েছে।


এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, সেনারা ইতোমধ্যেই জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযানে নেমেছে, যা আসন্ন অভিযানের ভিত্তি তৈরি করছে।


প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার এই অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিষয়টি এই সপ্তাহের শেষে নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপনের কথা রয়েছে।


অভিযানের জন্য সেপ্টেম্বরের শুরুতে প্রায় ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকা হচ্ছে, যাতে অভিযানের জন্য সক্রিয় দায়িত্বে থাকা সেনাদের ওপর চাপ হালকা করা যায়।

হামাস অভিযোগ করেছে, ইসরায়েল নিরীহ বেসামরিক মানুষের বিরুদ্ধে "নৃশংস যুদ্ধ" চালিয়ে যেতে যুদ্ধবিরতির চুক্তি বাধাগ্রস্ত করছে। এমনটা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

Post a Comment

0 Comments