বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই অগাস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' ঘোষণা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার।
সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দিবসগুলোর বিষয়ে দুই-একদিনের মধ্যে পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসতে পারে।
'নতুন বাংলাদেশ দিবস'-এর পাশাপাশি ১৬ই জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' এবং পাঁচই অগাস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করে গত বুধবার একটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে, এ খবর প্রকাশের পরপরই আপত্তি জানান গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের কয়েকজন।
আটই অগাস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' করার ঘোষণায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং আখতার হোসেন।
1 Comments
This comment has been removed by the author.
ReplyDelete