Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

 গরু কিনলেই সুযোগ “আর ওয়ান ফাইভ” জয়ের


বৈরী আবহাওয়ার মাঝেও কোরবানি ঈদকে ঘিরে জমে উঠেছে সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া বালুর মাঠের গরুর হাট। হাটে ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু নিয়ে কিছুটা চিন্তিত বিক্রেতারা।

হাট কর্তৃপক্ষ ক্রেতাদের আকৃষ্ট করতে ঘোষণা করেছে একটি আকর্ষণীয় পুরস্কার- “আর ওয়ান ফাইভ” মোটরসাইকেল। একটি গরু কিনলেই ক্রেতা পাবেন লটারির কুপন, যা দিয়ে ঈদের পর এক অনুষ্ঠানে ভাগ্যবান একজন ক্রেতার হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।

বৈরী আবহাওয়ার মধ্যে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বুধবার (৪ জুন) সকালেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে হাটে দেখা গেছে ব্যস্ততা। রবিবার থেকেই বিভিন্ন অঞ্চল থেকে গরু আসতে শুরু করেছে।

তবে নদীপথে গরু পরিবহনে বাধার সম্মুখীন হচ্ছেন অনেক খামারি। কাশেমপাড়া হাট কর্তৃপক্ষের অভিযোগ, নদীপথে গরু আনার সময় নারায়ণগঞ্জের কিছু পয়েন্টে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক হাটের গরু জোরপূর্বক অন্য হাটে নামাতে বাধ্য করছেন।

সিরাজগঞ্জের খামারি মো. ইসলাম মিয়া বলেন, পশু পালনের খরচ বেড়েছে। আগে ২ হাজার টাকায় যে খড় পাওয়া যেত, এখন তার দাম ৩ হাজার টাকা।


ভুসি ও কুড়ার দামও ৫০ শতাংশ বেড়েছে। অথচ গরুর দাম সেই আগের মতোই।

ভোলার বেপারী সালাম মিয়া বলেন, আবহাওয়ার কারণে ক্রেতা কম। পাশাপাশি রাজনৈতিক পরিবর্তনের কারণে বড় গরুর নিয়মিত ক্রেতারা এখন পলাতক, ফলে বিক্রিও কম। হাটের ইজারাদার মো. বাবুল হোসেন জানান, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হাটে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা তুলনামূলক কম।

হাটের সার্বিক তত্ত্বাবধানে থাকা এডভোকেট রাকিবুর রহমান সাগর জানান, জাল টাকা শনাক্তের জন্য ডিজিটাল মেশিনসহ নানা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া “আর ওয়ান ফাইভ” পুরস্কারও রয়েছে। তিনি বলেন, “গরু কিনুন, ‘আর ওয়ান ফাইভ’ মোটরসাইকেল জিতুন। ”

Post a Comment

0 Comments