ফায়ার সার্ভিসের কর্মীরা সাজিদ নামের শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তবে বিকেল পৌনে চারটায় তানোর ফায়ার সার্ভিসের কর্মী মেহেদী হাসান জানিয়েছেন, শিশুটির স্বাভাবিক শ্বাস - প্রশ্বাসের (ভেন্টিলেশন) জন্য যে পাইপটি গর্তের ভেতরে ঢুকানো হয়েছিল সেটি এখন সরিয়ে ফেলা হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিশুটির আওয়াজ পেয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিকেলের পরে সারারাত থেকে এখন পর্যন্ত বাচ্চাটির কোনো আওয়াজ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই উদ্ধারকর্মী।
তবে গতকাল সারারাত এবং সকালেও ভেন্টিলেশন পাইপ চালু ছিল বলে জানান মি. হাসান।
বৃহস্পতিবার সকালের পর সেটি বন্ধ করা হয় বলে জানান তিনি।
একইসাথে গর্তের ভেতরে খননকাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান মি. হাসান।


0 Comments