Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মঙ্গলবার রাতে চট্টগ্রামের পটিয়ায় কী হয়েছিল- ছাত্রদের কেন এই প্রতিক্রিয়া?


চট্টগ্রামের পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে মঙ্গলবার রাতে পুলিশের সংঘর্ষের পর থেকে থানা অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধীদের সাথে এই কর্মসূচিতে যোগ দিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও।


এই কর্মসূচি থেকে পটিয়া থানার ওসির পদত্যাগ দাবিসহ তিন দফা দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।


সেখান থেকে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ বিবিসি বাংলাকে বলেছেন, ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গত রাতে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে পটিয়া থানার ওসি।


যে কারণে অভিযুক্তের পদত্যাগসহ তিনি দফা দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরে আসবেন না বলেও জানান।


মঙ্গলবার রাতের এই ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কড়া প্রতিবাদ করতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের।

Post a Comment

0 Comments