Ticker

6/recent/ticker-posts

Ad Code

তিন পার্বত্য জেলায় সবশেষ পরিস্থিতি

 


পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চার জন নিহত এবং অগ্নিসংযোগের প্রতিবাদে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘন্টার অবরোধ চলছে।

বিবিসি বাংলার সংবাদদাতা মুকিমুল আহসান ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, অবরোধের দ্বিতীয় দিন রোববার খাগড়াছড়ির বিভিন্ন রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে রেখেছে স্থানীয় বিক্ষোভকারীরা।

অবরোধের কারণে তিনটি জেলায় দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তিন পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় চলছে সেনাবাহিনীর টহল।

বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীকে তল্লাশি চালাতেও দেখা গেছে।

শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র–জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়।

Post a Comment

0 Comments